রনি মিয়া,জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে এলাকাবাসী ও বাস মালিক-শ্রমিকদের নিয়ে প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত এক সপ্তাহ ধরে জগন্নাথপুর সিলেটি বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে জগন্নাথপুর এলাকাবাসী ও মিনিবাস মালিকদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।
এ বিষয়ে গত ১৮ মে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করেন।
বিরোধ নিস্পত্তির লক্ষ্যে আজ ২৭ মে শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলামের সভাপতিত্বে এক সমঝোতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ ও মানবিক পুলিশ অফিসার মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৫নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর শফিকুল হক শফিক, জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম, বিশ্বনাথ-সিলেট মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, জগন্নাথপুর মিনিবাস শ্রমিক ঐক্যের সাধারণ সম্পাদক রেজন মিয়া, জগন্নাথপুর উপজেলার ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া, বিশ্বনাথ-সিলেট মিনিবাস শ্রমিক সমিতির সাবেক সহ সভাপতি হিরণ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আফু মিয়া, সাংবাদিক ওয়াহিদুর রহমান,
সাংবাদিক জহিরুল ইসলাম লাল, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রিংকর রায়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, গ্রামের প্রবীণ মুরুব্বি ওয়াকিব আলী, সাংবাদিক আমিনুর রহমান জিলু, সাংবাদিক আলী হোসেন খান, সহ আরো অনেকে।
সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম বলেন- মডেল মসজিদ ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে নিরাপদ স্থান থেকে বাস পরিচালনা করা উচিৎ।
৪৮ ঘন্টার মধ্যে বিতর্কিত স্থান পরিবর্তন করে নিরাপদ যেকোনো স্থান থেকে বাস চালাতে বাস মালিকদের প্রতি আহবান জানান তিনি।
সিলেটি বাস স্ট্যান্ড স্থানান্তরকে কেন্দ্র করে জগন্নাথপুরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এরিয়ে চলতে স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের আগ পর্যন্ত পূর্বের জায়গা থেকে বাস চলাচলের জন্য- জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান
বাস মালিক ও শ্রমিকদের অনুরোধ জানান। এবং জগন্নাথপুরের সম্প্রীতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.