শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শাহজাদপুরে বাসা বাড়ি থেকে চুরি করা ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় চুরির সাথে জড়িত থাকার দায়ে আবু সুফিয়ান সবুজ নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান সবুজ সিরাজগঞ্জ পৌর শহরের ফুলকোচা গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে এবং সে মাদকাসক্ত বলে জানা যায়।
রোববার (২৮ মে) দুপুরে শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্যা জানান অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা। প্রেস ব্রিফিংয়ে আরো জানায়, ২৬ মে (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় শাহজাদপুর পৌর শহরের ডাকবাংলো পাড়ায় গোলাম কিবরিয়া তারার বাড়ির ৩ তলার ভাড়াটে মো. ফারুক হোসেনের বাসার তালা ভেঙে সাড়ে ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে।
পরদিন ভুক্তভোগী মো. ফারুক হোসেন শাহজাদপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি মামলা দায়ের করেন। পরে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে আসামিকে শনাক্ত করা হয়। এরপর শনিবার (২৭ মে) রাত ৮টায় শাহজাদপুর থানার পরিদর্শক তদন্ত সাজ্জাদুর রহমান, এসআই শারফুল ইসলাম ও এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সিরাজগঞ্জ সদরের ফুলকোচা গ্রামে অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত আবু সুফিয়ান সবুজকে গ্রেপ্তার করে। পরে তার বিছানার নিচ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.