নিজস্ব প্রতিবেদকঃ “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে সারাদেশের ন্যায় রাজশাহীর পবা উপজেলাতে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ-২০২৩ শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা সপ্তাহে পবা উপজেলার ৭ হাজার এর বেশি গ্রাহক পেয়েছেন ভূমি সেবা।
রবিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে এবং ভুমি সহকারী কর্মকর্তা এ এইচ এম মাহাবুব-উর-রশিদ এর সঞ্চালনায় ভূমি সেবা সপ্তাহের উপর গুরুত্বারোপ করে সমাপনী বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: আরজিয়া বেগম, নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৈয়ব আলী, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু।
এসময় ভাল সেবা পাওয়ায় অনুভূতি প্রকাশ করেন পবা উপজেলা ভুমি অফিস থেকে ভুমি সেবা সপ্তাহে প্রশিক্ষণ প্রাপ্ত নওহাটা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মারুফ হাসান ও উপজেলা ভূমি অফিস থেকে খুব সহজেই ভূমি সেবা গ্রহনকারী আসাদুল্লাহ।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.