নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতীকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে রাজশাহী জেলা কৃষক লীগ কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুম রাজশাহী জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মরহুম নজরুল ইসলাম চিনুর স্বরনে স্মরণসভা, প্রেস ব্রিফিং ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদানের সিন্ধান্ত হয়। এছাড়াও রাজশাহী জেলা কৃষক লীগের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এর সদ্য সাবেক মেয়র এর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী প্রচার এবং লিফলেট কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। ।
সভা শেষে সিটি বাইপাস থেকে তেরখাদিয়া হয়ে বন্ধগেট পর্যন্ত এএইচএম খায়রুজ্জামান লিটন এর পক্ষে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম প্রচার ও লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। সোমবার (২৯ মে) বিকে ৪ টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা কৃষক লীগের আয়োজনে জরুরী সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি তাজবুল ইসলাম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিমল সরকার, কাজী শিহাব উদ্দীন তনু, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আরব আলী।
আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান বাচ্চু, অর্থ সম্পাদক এনামুল হক মন্ডল, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রিপন, সমবায় বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম তোতা, মহিলা বিষয়ক সম্পাদক মারুফা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক শহিন আলম, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, মহসিন আলী, আব্দুর রাজ্জাক সরকার বাবু, খোকনুজ্জামান মাসুদ, আখতার রহমান, আফসার আলী, মহসিন আলী, সরওয়ারে আলম মানিক, ফিরোজ আহম্মেদ রানা, নাসির উদ্দিন, আসমান আলী স্বপন, সুজন কবির সহ অত্র কমিটির অন্যান্য সদস্য এবং জেলা ও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.