সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
গতকাল ৩১ মে বুধবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করে বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
মানববন্ধনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তমন্ত্রণালয় কমিটির শুপারিশের আলোকে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবিদের সমস্যা সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড(বিএনবিসি২০২০)এর বিতর্কিত ধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মান বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশ সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলাতেও প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসুচিতে কুড়িগ্রাম জেলার সর্বস্তরের ডিপ্লোমা প্রকৌশলীগন এবং পলিটেকনিক এর ছাত্র ও শিক্ষকদের উপস্থিতিতে বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ইন্জিঃ মোঃ রুকুনুজ্জামান, সদস্য সচিব ইন্জিঃ মোঃ ফারুক মিয়া, ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ইন্জিঃ মোঃ রায়হান মিয়া, সাধারণ সম্পাদক ইন্জিঃ মোঃ আজহারুল ইসলাম বক্তব্য প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.