রনি মিয়া,জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত( ৩০ মে ) যুক্তরাজ্যের পূর্বলন্ডনে একটি রেষ্টুরেন্টে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত-বিনিময় সভায় বিদ্যালয়ের প্রবীণ ছাত্র আব্দুল আজিজুর রহমান চৌধুরী সভাপতিত্ব ও মির্জা জুয়েল আমিন এর পরিচালনা এতে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী- জুবায়ের আহমদ হামজা, আশিকুল হক, কবি আব্দুল মুক্তার মুকিত, শায়েখ এম রহমান, সাজ্জাদ আলী, আব্দুল সত্তার, মতচ্ছির আলী, মির্জা কামরান, বশির আহমদ, তাইফ সারাওয়ার কলিন, সাজিদুর রহমান ও মির্জা সুহেল আমিন প্রমূখ।
সভায় গৃহীত হয়- বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্মৃতিচারন মূলক লিখা নিয়ে একটি স্বারকগ্রর্ন্ত প্রকাশ করা হবে। ২০২৬ সালের ৫ জানুয়ারি সোমবার লন্ডনে উদযাপন করা হবে জন্মশতবার্ষিকী অনুষ্ঠান।
বক্তারা উল্লেখ করেন- কিছু সংখ্যক সার্থলোভী মহল দেশে বিদেশে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন কুচক্রি মহলের কথায় কর্নপাত না করার জন্য সকলের প্রতি অনুরোধ ।
সকলের সর্ব সম্মতিক্রমে ৩১ জন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। আহবায়ক জুবায়ের আহমদ হামজা, যুগ্ম আহ্বায়ক মির্জা জুয়েল আমিন, আশিকুল হক, শায়েখ এম রহমান, আব্দুল মুক্তার মুকিত, তাইফ সারাওয়ার কলিন, মতচ্ছির আলী, সাজিদুর রহমান, মির্জা কামরান, সাজ্জাদ আলী, বশির আহমদ সহ ৫১ জন যুগ্ম আহ্বায়ক কমিটি ঘোষণা ও ৩০১ জন সদস্য সহ নাম অন্তর্ভুক্ত করা হয়।
বহির বিশ্বে সকলের সহযোগিতায় জন্মশতবার্ষিকী পালন ও বাংলাদেশ সহ পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সভাপতি আব্দুল আজিজু চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.