মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর আয়োজনে পবিপ্রবিতে “মোটিভেশনাল অন
এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশনচ্ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত ওয়ার্কশপে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর সদস্য প্রফেসর ড. এস এম কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত । সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন, বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসিথর পরিচালক প্রফেসর ড. কামরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর উপ-পরিচালক ড. রিতা পারভিন।
ওয়ার্কশপে দক্ষিণাঞ্চলের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালেয়র উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভাগীয় শাখা প্রধানগণ, আইকিউএসি সেল এর পরিচালক ও বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ অংশগ্রহণ করেন।