নিজস্ব প্রতিবেদকঃ “তামাক নয় খাদ্য ফলান” প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর পবায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্তরে বর্নাঢ্য র্যালী বের হয়।
বুধবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসে এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন। এসময় অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ ও সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) ইসমোতারা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিন, পবা থানা এস আই তানজিলা আক্তার, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিনিধি রুহুল আমিন নুরী, দৈনিক সোনালী সংবাদ স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী,
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।