জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলোর বাতি শেখ হাসিনাকে নিরাপদে রেখে দূর্ণীতিবাজ-দলবাজ ও বাজার সিন্ডিকেটের পোকামাকড় ধ্বংস করতে হবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি,
জাসদ সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি বলেছেন, আলোর বাতি শেখ হাসিনাকে নিরাপদে রেখে দূর্ণীতিবাজ-দলবাজ ও বাজার সিন্ডিকেটের পোকামাকড় ধ্বংস করতে হবে। শেখ হাসিনা গণতন্ত্র ও উন্নয়নের আলোর বাতিঘর। বাতির আলোতে যেসব দূর্ণীতিবাজ-দলবাজ ও বাজার সিন্ডিকেটের হোতা পোকামাকড়দের ভীড় বাড়ছে, সেখান থেকে শেখ হাসিনাকে রক্ষা করে উন্নয়ন ও গণতান্ত্রিক ধারার রাজনীতিকে সামনে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে গলাবাজি করার আগে বিএনপিকে রাজাকার-জঙ্গি-জামায়াতকে পরিত্যাগ করে সুষ্ঠু গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, সেই নির্বাচনী ট্রেনের যাত্রী হতে না পারলে বিএনপিকে ভেলায় চড়ে সাগরে ভেসে যেতে হবে। জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি আজ শনিবার বিকেলে ভেড়ামারা উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাখা বক্তব্য এসব কথা বলেন। চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি ও অত্র ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক'র সঞ্চালনায় অনুষ্ঠিত আজকের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, পৌরমেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল প্রমূখ বক্তব্য রাখেন। সম্মেলন শেষে চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান মোস্তাককে সাধারণ সম্পাদক মনোনিত করে ৪১সদস্য বিশিষ্ট চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের কমিটি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.