গুরুদাসপুর,নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে ওই চেক বিতরণ করা হয়। সোমবার (৫ জুন ) বেলা ১১টার দিকে চেক বিতরন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এসময় নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ১১ লাখ টাকার চেক উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২২ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।