স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে বেসরকারী
সামাজিক উন্নয়ন সংস্হা বাংলাদেশ এসোসিয়েশন ফর সাসটেইননাবেল ডেভেলমেন্ট( বিএ এসডি)এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।আজ ৫ জুন সোমবার সকাল ১০ টারদিক লাউডোব ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে নানা কর্মসুচির মধ্য বণাঢ্যর্যালী ও আলোচনাসভার মাধ্যমে উদযাপিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্যএবং শ্লোগান নির্ধারণ করা হয়েছে -সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দুষণ। আমাদের খুলনা বিভাগীয় প্রধান স্বপন কুমার রায় জানান
বিএএসডি প্রোজেক্ট ম্যানেজার পরিতোস কুমার মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ। শেখ যুবরাজ বলেন জাতিসংঘের পরিবেশ কর্মসুচি এবারে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য অনলিয়ানআর্থঃলিভিং সাস্টেইনেবিলি ইনহারমনি উইথ নেচার।"যার ভাবানুবাদ "একটাই পৃথিবীঃপ্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন"। বর্তমান সরকার দেশের পরিবেশ দুষণ নিয়ন্ত্রণ জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা ও বনজ সম্পদের উন্নয়নের মাধ্যমে জনগণের বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এসব কাজে জনগণের উপস্হিত বাড়াতে এ মন্ত্রণালয় সচেতন
মূলক কর্মসুচি বাস্তবায়ন করছে।দিবসের এবারে
প্রতিপাদ্য এবং শ্লোগান নির্ধারণ করা হয়েছে " সবাই
মিলে করি পণ,বন্দ হবে প্লাস্টিক দূষণ"।শেখ যযুবরাজ বলেন 'আমাদের একমাত্র পৃথিবীকে বাঁচাতে হবে সব ধরনের প্রাণীকে বাঁচাতে হবে, অধিক পরিমাণে বৃক্ষ রোপন করতে হবে, পরিবেশ সংরক্ষণে সর্বস্তরের জনগণ কে এগিয়ে আসার আহবান জানান তিনি। এসময় উপস্হিত ছিলেন
প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল,ইউপি সদস্য নিতাই জোয়াদ্দার, সন্জয় মন্ডল,ইউপি সদস্য বিকাশ বাইন সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা মন্ডল, জবা রায়,সহ সকল সদস্য বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.