রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শাহজাদপুরে দৈনিক যায়যায়দিন ১৮ বছরে পদার্পণ করায় কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি এম এ জাফর লিটন। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমলকুন্ডু'র সভাপতিত্বে শাহজাদপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আলআমিন হোসনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়য়ারম্যান ও শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা থ্রেড এর সিইও এবং হাজী মুছা ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি আতাউর রহমান পিন্টু, শাহজাদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি আবুল কাশেম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ও পাবলিক কনসেপ্ট'র এডমিন মির্জা হুমায়ুন। অনুষ্ঠানে শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেককেটে যায়যায়দিন'র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.