নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির উদ্যোগে দুই দিনব্যাপী জনগনের বার্ষিক কর্মসূচি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১০ টায় ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির আয়োজনে কর্মশালায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন ডেভিড গ্রেগরী এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুব্রত কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম।
প্রায় ১০০ জনের এই কর্মশালায় বিগত অর্থ বছরের সকল বাস্তবায়িত কর্মসূচি, বাধাসমূহ ও সফলতা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার মধ্য দিয়ে আগামী বছরের কর্ম-পরিকল্পনার জন্য জনগণের মতামত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অন্যান্য কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, পবা এপির হরিপুর, দামকুড়া, দর্শনপাড়া, হুজুরিপাড়া নওহাটা পৌরসভা কর্ম এলাকার গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিশু ফোরাম, যুব ফোরাম, এনজিও প্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর ও আমন্ত্রিত অতিথি, এপির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।