এম এ হানিফ রানা,স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৫ ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জনাব মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার) । ৬ জুন তিনি গাজীপুরের নতুন মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। গত ৩১/০৫/২০২৩ তারিখে জননিরাপত্তা বিভাগের আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
নবাগত কমিশনার জিএমপি সদরদপ্তরে পৌছলে বিদায়ী কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ পুলিশের ঐতিহ্য অনুসারে নবাগত কমিশনার মহোদয়কে সশস্ত্র সালাম জানানো হয়।
নবাগত পুলিশ কমিশনার মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে উন্নত টেকনোলজি ও সরঞ্জাম এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দেওযার কথা উল্লেখ করেন। তিনি উপস্থিত সকলকে পূর্ববর্তী ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নির্দেশ দেন।
এসময়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.