নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
৭ জুন (বুধবার) সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় খেলার মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী/২০২২-২৩ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়৷ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদরে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও একাডেমির বালক/বালিকা অংশগ্রহণ করেন।
সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সুরাইয়া নাসরীন। এছাড়াও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিপাল কুমার সিংহ ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার। সিলেট জেলার ইউনিসেফের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম সহ বিভিন্ন একাডেমি/ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.