মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ১০ জুয়ারি কে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএমের নির্দেশনায় বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়ন ও চৌকস নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ সলিমুল্লাহ সহ একটি টিম ৮ জুন দিবাগত রাত সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ দানেশ মিয়ার ভাড়া টিনশেড ঘরের মধ্যে থেকে মোঃ সবুজ (৩৫),পিতা মোঃ শহিদ,সাং-চকডোষ ৭নং ওয়ার্ড,মোঃ শফিজল (৫০), পিতা-মৃত আজাহার হাওলার,মোঃ আব্বাস (৩০),পিতা-নুরুল ইসলাম, সাং-মুলাইপত্তন ৯নং ওয়ার্ড,মোঃ সবুজ (২৭), পিতা-মোতাহার হোসেন, সাং-চকডোষ ৭নং ওয়ার্ড,মোঃ মমিন ইসলাম (২৩), পিতা-মোঃ মোস্তফা, সাং-মুলাইপত্তন ৭নং ওয়ার্ড, মোঃ তৈয়ব (৩২), পিতা-মোঃ হোসেন মাঝি, সাং-চর ফয়েজউদ্দিন ৬নং ওয়ার্ড, থানা-মনপুরা,মোঃ বাবুল (৫০), পিতা-আবুল কাশেম সাং-ভবানীপুর ৫নং ওয়ার্ড, থানা-ভোলা সদর,আজিজুল শেখ (৪৫), পিতা-মোহাম্মদ শেখ,মোঃ তরিকুল গাজী (৪২), পিতা-মৃত মোস্তফা গাজী, সাং-নোয়ালী ১নং ওয়ার্ড,মোঃ রুবেল হোসেন (২৫), পিতা-মোঃ আবু বক্কর সাং-কাঠাল তলা, সর্ব থানা-মনিরামপুর, জেলা যশোর কে আটক করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া জানান,আমি বোরহানউদ্দিন থানায় যোগদানের পরেই জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি,অপরাধী যে দলেরই হউক না কেন ছাড় পাবে না এই নীতিতেই আমাদের কার্যক্রম চলছে "তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে জুয়ার আসর থেকে ১০ জুয়ারি কে আটক করে সকালে মামলার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানান,অপরাধ প্রবণতা কমাতে প্রতিনিয়ত বোরহানউদ্দিন থানা পুলিশের বিভিন্ন ইউনিট বিট পুলিশিং কার্যক্রম করে যাচ্ছে,সেখানে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সকল স্তরের মানুষকে সচেতন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.