রনি মিয়া,জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস থেকে ১’হাজার জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনার ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে৷
(১২জুন) সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গনে, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপত্বিতে উপজেলার প্রান্তিক, কৃষকদের মাঝে খরিপ-২/ ২৩-২৪ মৌসুমের রোপা আমনের প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিতেন্দ্র মালাকার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল।
কৃষি কর্মকর্তা বলেন, এ কৃষি প্রণোদনার মধ্যে রয়েছে ৫ কেজি করে ব্রি- ধান- ৭৫ উফশী রোপা আমন ধান বীজ। ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার, কৃষকদেরকে প্রদান করা হয়েছে।
কৃষিতে বিপ্লব ঘটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভালো ও উন্নত বীজ সংরক্ষণের মাধ্যমে কৃষিতে ব্যাপক উন্নতি সাধিত হচ্ছে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।