বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দিক নিদের্শনায় জনগনের জন্য স্বাস্থ্যসেবা বর্ধিতকরণ নিশ্চিত করতে দেশ ব্যাপী সরকারী হাসপাতাল গুলোতে বৈকালিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা চালু করা হয়েছে।
ইতোমধ্যে দেশের বেশ কিছু উপজেলায় এই সেবা চালু রয়েছে। গত ১৩ জুন মঙ্গলবার দুপুর ২টায় ভিডিও কনফারেন্স’র মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ২য় পর্যায়ের এই স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিকের একান্ত প্রচেষ্টায় স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তের শুভ সুচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সালাউদ্দিন মিয়া,আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান।
এছাড়া জৈন্তাপুর হাসপাতালে কর্মরত চিকিৎসকগণ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস জানিয়েছেন বৈকালিক স্বাস্থ্য সেবায় রোগীদের নিকট থেকে ১শত ৫০ টাকা করে চিকিৎসা ফি গ্রহনের জন্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এখন উদ্বোধন করা হলেও আমাদের স্বাস্থ্য কসপ্লেক্স-য়ে লোকবল সংকট ও অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজ সম্পন্ন করে এবং চিকিৎসকদের বৈকালিক বসার চেম্বার এবং তাদের সাথে এ বিষয়ে কথা বলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে এই সেবা কার্যক্রম পুরোপুরি ভাবে শুরু করা হবে।