আসাদুজ্জামান সনেট,কালীগঞ্জ প্রতিনিধিঃ ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও মালামাল উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার এস আই সেকেন্দার আবু জাফর।
১৩ জুন মঙ্গলবার সকালে খুলনা রেঞ্জের চলতি বছরের মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় বিশেষ ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ অফিসার হিসাবে মনোনীত করা হয়।
সভাতে তাকে পুরস্কৃত করেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। এ সময় ডিআইজি মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, খুলনা রেঞ্জের চলতি বছরের মে মাসের অপরাধ পর্যালোচনা সভাতে অপরাধ দমনে অত্র থানা বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। এ থানায় সংঘঠিত ডাকাতি মামলা নং-৭-এর তদন্তকারী কর্মকর্তা এস আই সেকেন্দার আবু জাফর তার কর্মকাণ্ডে বিশেষ সফলতা দেখিয়েছে। সে ওই মামলায় ৬ জন ডাকাতকে রাজশাহী, মাগুরা ও ঝিনাইদহ থেকে আটকসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করে। এছাড়াও ৩ জন ডাকাতের জবানবন্দী গ্রহণে করেন।
তিনি জানান, এস আই সেকেন্দার ২০০৪ সালে পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকেই নিষ্ঠার সাথে তার দ্বায়িত্ব পালন করে চলেছেন।