এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন কলিকাতা হারবাল নামের একটি চিকিৎসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও চায়না থেকে আমদানি করা অবৈধ ফুড সাপলিমেন্ট ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা শেষে সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জানান, কলিকাতা হারবাল প্রতিষ্ঠানটি গোবিন্দগঞ্জে পরিচালনা করার জন্য কোন অনুমোদন নেই। তারপরেও শহরের মহিমাগঞ্জ রোডে অবৈধভাবে প্রতিষ্ঠান খুলে এবং সেখানে কোন বৈধ কবিরাজ না থাকলেও হারবাল চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে। অভিযানের সময় বিদেশ থেকে অবৈধ ভাবে আমদানি করা মানব দেহের জন্য ক্ষতিকারক ফুড সাপলিমেন্ট ও সাইন বোর্ড ধ্বংস করা হয়েছে। সেই সাথে যাতে এই নামে আর প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা করতে না পারে তার জন্য শর্তক করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভবিষতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.