কুড়িগ্রাম প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গরীব, অসহায়, দুস্থ প্রায় ১২ হাজার ১৯৫ জন পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে । শনিবার (১৭ জুন) সকাল দশটায় কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান ও সদর উপজেলার সরকারি মাধ্যমিক অফিসার ইয়াসিন আলী, এই কার্যক্রমের উদ্বোধন করেন। ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, সকলের যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইউনিয়নের ৯ ওয়ার্ডের অসহায় গরিব ও দুস্থ ১২ হাজার ১৯৫ জন পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ অব্যাহত রয়েছে। অতি দরিদ্রের জন্য সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভালোনারেবল গ্রুপ ফিডিং ( ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.