স্টাফ রিপোর্টারঃ ৭১ টেলিভিশনের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম জামালপুর জেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিম হত্যা ও বিএমএসএস নেতৃবৃন্দ সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, সাজানো মিথ্যা মামলা হামলা প্রতিবাদে বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক ভাটি বাংলা প্রধান সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হিউম্যান রাইট ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন খান, বিএমএসএস কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হানিফ, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার সিলেট প্রতিনিধি সুনির্মল সেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাসস প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আল - হেলাল, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা সাধারন সম্পাদক আলহাজ্ব তারা মিয়া, বিএমএসএস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মোহন আহমেদ, বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি খালেদ মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব বক্ত চৌধুরী, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব’র সহ সভাপতি মোশাররফ হোসেন খান, ভাটি বাংলা মিডিয়া গ্রুপ লিমিটেড এর মেনেজিং ডাইরেক্ট ও বিভাগীয় সমাজ কল্যাণ সম্পাদক শাহ জাহান সিরাজ, ডাইরেক্টর রেদোওয়ান মাহমুদ চৌধুরী, ডাইরেক্টর আব্দুল গফফার, উপকূল মানবাধিকার এর সাবেক চেয়ারম্যান তালুকদার মোঃ মকবুল হোসেন, বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার চৌধুরী, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক ভোরের সময় সিলেট প্রতিনিধি ফয়সল কাদির, সমাজ কর্মী নাজমা খান আরজু, সহ-সম্পাদক শামছুর রহমান যাবেদ, সহ-সম্পাদক আব্দুল মুকিত, শিল্প ও বানিজ্য সম্পাদক আক্তার হোসেন, বিমএসএস সিলেট বিভাগীয় সহকারী সম্পাদক ফোজায়েল আহমদ, সহকারী সম্পাদক মো: নুরুল আমিন, সহ দপ্তর সম্পাদক রাহাদ আহমেদ আরিফ, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ শহীদ আহমেদ খান, কাওছার আহমেদ, বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো: ফয়সাল মাহবুব, দৈনিক খবরপত্র প্রতিনিধি মো: ইউসুফ, সিলেট বিভাগ বিএমএসএস নির্বাহী সদস্য এনাম উদ্দীন সামী, মো: লিমন আহমদ প্রমূখ সহ বৈরী আবহাওয়া সত্ত্বেও বিপুল সাংবাদিক ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন - স্বাধীকার আন্দোলনে নেতৃত্বদানকারী দল ক্ষমতায় থাকা সত্বেও স্বাধীন সাংবাদিকতার প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে, সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যে মামলা, হামলা ও খ্যনের ঘটনা ঘটে চলছে। আমরা জামালপুর এর বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অবিলম্বে দায়ী সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে করে কোন দুর্নীতিবাজ লুটেরা ও সন্ত্রাসীরা জাতির দর্পন সাংবাদিকদের উপর হামলা করার সাহস না করতে না পারে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.