মোঃ সাজ উদ্দিন,সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১০০ বস্তা ভারতীয় চিনি, ১ টি কাভারভ্যান গাড়ি সহ ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক-নির্দেশনায় সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া ডাকাতি, চুরি, চোরাই উদ্ধার, চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুন (রবিবার) সকাল ০৮:৩০ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার এসআই মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ চোরাচালান অভিযান পরিচালনা কালে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্গত পূর্ব লক্ষীপ্রসাদ (ফেরিঘাট) নামক স্থানে তামাবিল-সিলেট মহাসড়কের উপর ফয়েজ আহমেদ এর রেস্টুরেন্ট নামক দোকানের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মৃত ফয়জুল হাওলাদারের ছেলে ফারুক হোসেন (৩২), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বীরঘোষ পাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে মোঃ রুবেল মিয়া (২৫)'কে ১০০ বস্তা ভারতীয় চিনি ও ১ টি কাভারভ্যান গাড়ি সহ আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.