স্বপন কুমার রায়,খুলনাঃ পুর্ব সুন্দরবনের করমজল ও মোংলা বন্দরের ইনার বার ডেজিং প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।১৭ জুন শনিবার সকালে প্রথমে তিনি তার পরিবারসহ সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভ্রমণে যান। এ সময় তার সঙ্গে স্ত্রীসহ পরিবারে ছয় সদস্য ছিলেন।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌবাহিনীর স্প্রিড বোটে করে শনিবার সকাল পৌনে ১০টায় মন্ত্রী তার পরিবার নিয়ে করমজলে আসেন। এ সময় তার সঙ্গে নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বেলা ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে করমজল ত্যাগ করেন। করমজলে পৌনে এক ঘণ্টা ধরে মন্ত্রী ও তার পরিবার সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করেন। এ সময় ঘুরে দেখেন কেন্দ্রটিতে থাকা হরিণ, কুমির ও বানরসহ অন্যান্য প্রাণী।
মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যানের পিএস মো. শাহিনুর ইসলাম জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেছেন। এর আগে শুক্রবার তিনি পরিবারসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের রেস্ট হাউস পারিজাতে রাত্রিযাপন করেন।
সুন্দরবন ভ্রমণ ও বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন শেষে শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্য মোংলা ত্যাগ করবেন মন্ত্রী পরিবার।