মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান'র বিশেষ উদ্যোগে এ বছর গ্রামীণ ব্যাংক সারা দেশে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে লক্ষ্য মাত্রার সফল বাস্তবায়নে ২৫ নং সপ্তাহকে (১৮ জুন হতে ২৪ জুন) চারা লাগানোর বিশেষ সপ্তাহ ঘোষণা করা হয়েছে এবং ২০ জুন কে চারা লাগানোর বিশেষ দিবস ঘোষণা করা হয়েছিল।
তারই ধারাবাহিকতায় (২০জুন) মঙ্গলবার সকালে ভোলা যোনের যোনাল ম্যানেজার এস,জি,এম ফারুক এর বিশেষ পরামর্শে গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার লালমোহন শাখায় উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে চারা বিতরণের বিশেষ দিবস পালন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম,কবির হোসেন।
এসময় তিনি বলেন, ভোলা জেলায় ৫০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে আর লালমোহন এরিয়ায় ৬ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। আর আপনারা আরো বেশি বেশি করে গাছ লাগাবেন এ জন্য উৎসাহ ও উদ্দীপনা দেন সদস্যদেরকে।
বিশেষ অতিথি হিসাবে লালমোহন শাখার শাখা ব্যবস্থাপক মোঃশহিদুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার আইয়ুব আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আজ (২০ জুন) লালমোহন এরিয়ার সকল শাখায় একযোগে চারা বিতরনের বিশেষ দিবসটি পালন করেছেন এবং লালমোহন এরিয়ায় প্রায় লক্ষাধিক বিভিন্ন ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.