নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের মেদবাড়ী মন্দির প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল ১০ টায় বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার আয়োজনে এএলআরডি এর সহযোগিতায় গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
প্রধান অতিথি এসময় বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার সদস্যদের ফলজ, বনজ ও ঔষধী গাছ বেশি বেশি করে লাগানোর জন্য উৎসাহ ও পরামর্শ দেন। শেষে সদস্যেদের মাঝে গাছের চারা বিতরণ ও মন্দির প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়।
বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার চেয়ারম্যান হাসিনুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার পবা প্রতিনিধি ইউসুফ চৌধুরী, দি হাঙ্গার প্রজেক্ট অর্গানাইজেশন এর রাজশাহীর ইয়ুথ অ্যাম্বাসেডর সফল কুমার, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার দামকুড়া ইউনিয়ন ইয়ুথ ফোরামের সভাপতি শিউলি রানী ও নারী ফোরাম এর সভাপতি শনেকা রানী সহ অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.