বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় শিক্ষা প্রতিষ্ঠান,ক্লিনিক,ব্যবসা প্রতিষ্ঠান ও মহসড়কের পাশ থেকে মাছের ময়লা আবর্জনা অপসার,ট্রাক থেকে মাছ নামানোর স্থান পরিবর্তন সহ শিক্ষার্থীদের নির্বিঘেœ চলাচলের দাবীতে সচেতন নাগরিক,শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে মঙ্গলবার দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এসময় এক সভায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক,বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান,সহকারী শিক্ষক মাহফুজা আকতার পরি, ছাত্র অভিভাবক সফিউল আলম টুটুল ও শিক্ষার্থী সেমি আকতার বক্তব্য রাখেন।
বক্তরা অবিলম্বে ওই স্থান থেকে ময়লা আবর্জনা অপসার করে. ট্রাক থেকে মাছ নামানো অন্যত্র স্থান্তর সহ ওই স্থান হয়ে শিক্ষার্থীদের নির্বিঘেœ বিদ্যালয়ে যাওয়া আসা সহ দুষন ও দুর্গন্ধ মুক্ত পরিবেশের দাবী জানান। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়রের নিকট স্মারক লিপি পেশ করা হয়। স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে ওই স্থানে ট্রাক থেকে মাছ নামানোর কারণে পথচারীরা দুর্ঘটনায় পতিত সহ ময়লা পানি শরীরে পড়ে পরনের কাপড় নষ্ট হচ্ছে এবং বালিকা ও মহিলারা ইভটিজিংয়ের শিকার হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.