উজ্জ্বল কুমার দাস,কচুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের কচুয়ায় কৃষিক্ষেত্রে প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টেশন(স্বয়ংক্রীয় ধান লাগানোর যন্ত্র) প্রদর্শনী করা হয়েছে।
২১ জুন দুপুরে কচুয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে মালিপটন মাঠে এই আয়োজন করা হয়।এদিন মেশিনে ধান রোপন দেখতে স্থানীয় শত শত নারীপুরুষ হাজির হন। পরে “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিন দিয়ে স্থানীয় এক কৃষকের জমি রোপন করে দেওয়া হয়। পরে কৃষকদের মাঝে প্রযুক্তি সম্প্রসারণ এবং আউশ মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি-ধান-৯৮ এর উপযোগিতা সম্পর্কে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট মোঃ আবদুস সামাদ। ইউপি সদস্য অমল কৃষ্ণ মৃধার সভাপতিত্বে মাঠ দিবসে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান। বক্তারা বলেন, কৃষিতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে পারলে, সময় ও ব্যয় দুটোই কমবে। পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পাবে। ৩৩ শতাংশ জমিতে ধান রোপন একজন কৃষকের অন্তত ৪জন শ্রমিক লাগে। যাতে ব্যয় হয় দুই হাজার টাকা। কিন্তু এই একই পরিমান জমি “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিনের মাধ্যমে লাগাতে ৫ থেকে ৬‘শ টাকা লাগতে পারে। সেই সাথে সময় লাগবে এক ঘন্টার কম। এসব কারণে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা খুবই জরুরী।
পরে উপজেলা কৃষি অফিস চত্বরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার জন্য ১২১ জন কৃষকের মাঝে ৫টি করে ফলজ গাছের চারা, বিভিন্ন প্রকার মৌসুমি সবজির বীজ ও প্রয়োজনীয় রাসয়নিক এবং জৈব সার প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.