এস এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে স্থানিয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহন বৃদ্ধি এবং সেবারমান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, স্থানিয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহন বৃদ্ধি করা হচ্ছে। নারীরা এখন আর ঘরে বসে নেই তারা চতুর্থ শিল্প বিপ্লবে অংশ গ্রহন করছে। বিভিন্ন প্রতিবন্ধকতা দুর করে নারীরা এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীনের সভাপতিত্বে ও বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের ফিল্ড সমন্বয়কারী শিল্পি আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ।
এ ছাড়াও অভিজ্ঞতা বিনিময় এ সভায় বক্তব্য রাখেন, সরকারি সেবাদান কারি প্রতিষ্ঠান জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভীন, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল কাদের, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রতিনিধি মোঃ আব্দুল আল মামুন, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি ফয়সাল হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: শেখ রিয়াদুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধি পলাশ কুমার পাল, অপরাজিতা রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোনেআরা মিলি, অধ্যাক্ষ ঝিমি মন্ডল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিতা রণী দেবনাথ, যুবমহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন। অভিজ্ঞতা বিনিময় সভার শুরুতে স্বাজ্ঞত বক্তব্য উপস্থাপন করেন অপরাজিতা প্রকল্পের রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। অপরাজিতা প্রকল্প সম্পর্কে ধারনাপত্র উপস্থাপন করেন মোংলা উপজেলা নেটওয়ার্কে সভাপতি অর্পা মল্লিক ও অপরাজিতা প্রকল্প রুপান্তরের জেলা সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.