নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবায় উপজেলা সমাজকল্যাণ পরিষদের অনুদান, জটিল রোগে আক্রান্ত রোগীদের এককালীন চিকিৎসা সাহায্য, সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ক্ষুদ্রঋণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল এর সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) জাকিয়া সুলতানা সহ উপজেলা সমাজসেবা দপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এদিন ৩৮জন উপকারভোগীর মাঝে উপজেলা সমাজকল্যাণ পরিষদের ৫০ হাজার টাকা, ১৫ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন চিকিৎসা সাহায্য বাবদ ৭ লাখ ৫০ হাজার টাকা, ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ এবং ৩৯ জন উপকার ভোগীর মাঝে ১৪ লখ ৭৪ হাজার টাকা সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়।