রানা খান,শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মোটরসাইকেল চালক মিলন মিয়া (৪৫)।
গত ২০ই জুন মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা -বরমী আঞ্চলিক মহাসড়কের টেপিরবাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মিলনের মাথার খুলি ভেঙে মগজ বাহির হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা এভার কেয়ার হাসপাতালে পাঠায়। তিনদিন ICU চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২২ই জুন) ভোর ৩:৫০মিনিটে মৃত্যুবরণ করেন। মিলন মিয়া স্ত্রী এক ছেলে এক মেয়ে ও অসংখ্য বন্ধু-বান্ধব রেখে গেছেন।
দুর্ঘটনা স্থানের পাশে থাকা পেট্রোল পাম্পের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় ,একটি ট্রাক অটো রিক্সাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ডান পাশে চলে যায় এবং সামন দিক দিয়ে আসা মিলন মিয়ার মোটরসাইকেলের মুখোমুখি চলে আসে। এতে করে মিলন মিয়া মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে করে মিলন মিয়ার মাথায় মারাত্মক আঘত লাগে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, দুর্ঘটনার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।