গুরুদাসপুর,নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে টিএমএসএস'র কৈশোর কর্মসূচির আওতায় দক্ষিণ নারিবাড়ী গ্রামে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে টিএমএস-এর বাস্তবায়নে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে ১১ থেকে ১৯ বছর বয়সী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নৃত্য পরিবেশন ও বাল্যবিবাহের কুফল নিয়ে নাটিকা মঞ্চস্থ হয়।
বিজয়ী কিশোর-কিশোরীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি টিএমএসএসের অপারেশন ১১-এর ডমিন প্রধান মো. শাহীন মিয়া ও বিশেষ অতিথি চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাছ।
গুরুদাসপুর উপজেলা কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার ইনচার্জ ঝরণা খাতুনের সভাপতিত্বে
প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন টিএমএসএসের এরিয়া ম্যানেজার মো. মনিরুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান, কৃষক লীগ নেতা আরিফুল ইসলাম, নাটোর সদরের কৈশোর কর্মসূচির সি. প্রোগ্রাম অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন ও সাংবাদিক রহমত আলী।
কৃষি প্রধান এলাকার ওই অনুষ্ঠানের প্রতিটি ইভেন্ট ছিল উপভোগ্য ও প্রাণবন্ত।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.