মো: আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ পলাশপুর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় গরীব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স কর্তৃক স্থানীয় গরীব দুঃস্থ ১৫০ টি পরিবারের মাঝে ১৫০ প্যাকেট আনুমানিক ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার) টাকার খাদ্য সামগ্রী প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
এসময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ও মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত, এএমসি, অফিস সুপারিনটেনডেন্ট সুবেদার সহকারী মোঃ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ জসীম উদ্দিন,বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, ‘আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করছি। জনগণের জন্য ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।