ইউসুফ চৌধুরী,রাজশাহী প্রতিনিধিঃ আগামী ১৭ জুলাই রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে মোট ৭৬ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদন্দিতা করছেন। তাঁদের মাঝে পবা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সোমবার (২৬ জুন) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিন যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৯ জন সংরক্ষিত আসনের প্রার্থী এবং ৫১ জন সাধারণ আসনের সদস্য প্রার্থীর মাঝে এই প্রতীক বরাদ্দ দেন পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক।
এ সময় তিনি জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরেই তারা প্রচারণা শুরু করতে পারবেন। হরিয়ান ইউপি নির্বাচনে প্রতিদন্দিতা করবেন মোট ৭৬ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত আসনে সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন। আগামী ১৭ জুলাই ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ব্যালট পেপার এর মাধ্যমে সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। হরিয়ান ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা- ১৯৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার- ৯৮৫০ জন ও মহিলা ভোটার- ৯৬৭৮ জন।
চেয়ারম্যান পদে- যারা প্রতিক পেলেন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান অটোরিক্সা, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আবুল হোসেন নৌকা প্রতিক, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ঘোড়া প্রতিক, স্বতন্ত্র প্রার্থী জেবর আলী মোটর সাইকেল প্রতিক, স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন চশমা প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী মাসুম মোল্লাহ আনারস প্রতিক ।
এদিকে সংরক্ষিত-১ আসনে সদস্য পদে- আনোয়ারা বেগম সুর্যমুখী ফুল প্রতিক, চাম্পা বেগম হেলিকপ্টার প্রতিক, জোসনা বেগম তালগাছ প্রতিক, মিরা কলম প্রতিক, মুনজুরা বেগম বক প্রতিক, রোকিয়া বেগম মাইক প্রতিক ও রেশমা বিবি বই প্রতিক ।
সংরক্ষিত আসন-২ আম্বিয়া বেগম মাইক প্রতিক, আমজা বেগম সুর্যমুখী ফুল প্রতিক, নিলুফা ইয়াসমিন বক প্রতিক, রোজিনা বেগম হেলিকপ্টার প্রতিক , রুপালী আক্তার রুপা বই প্রতিক ও সুলতানা রাজিয়া তালগাছ প্রতিক ।
সংরক্ষিত আসনে-৩ গোলেমা বেগম সুর্যমুখী ফুল প্রতিক, আফরোজা বেগম বক প্রতিক, আসুরা খাতুন মাইক প্রতিক, কহিনুর বেগম বই প্রতিক, খালেদা আক্তার তালগাছ প্রতিক ও শাহনাজ খাতুন হেলিকপ্টার প্রতিক ।
এদিকে ইউপি নির্বাচনে সাধারণ আসনে সদস্য পদে ১নং ওয়ার্ডে- আব্দুর রাজ্জাক আলী আপেল প্রতিক, আব্দুল হান্নান টিউবয়েল প্রতিক, লিলবর ফুটবল প্রতিক ও সাইদুর রহমান মোরগ প্রতিক ।
২নং ওয়ার্ডে- রাকিবুল ইসলাম ফুটবল প্রতিক, ওমর ফারুক ঘুড়ি প্রতিক, আব্দুল মজিদ লাটিম প্রতিক, আসাদুজ্জামান টিউবয়েল প্রতিক, জাহাঙ্গীর আলম বৈদ্যুতিক পাখা প্রতিক, জহুরুল ইসলাম মোরগ প্রতিক, নাজমুদ্দীন তালা প্রতিক ও রাকিব হোসেন (মন্টু) আপেল প্রতিক ।
৩নং ওয়ার্ডে- নাসিম আহমেদ আপেল প্রতিক, আব্দুল আলীম টিউবয়েল প্রতিক, ইসরাইল আলী লাটিম প্রতিক, সুমন আলী তালা প্রতিক, হাবিবুর রহমান মোরগ প্রতিক ও হায়দার আলী ফুটবল প্রতিক ।
৪নংওয়ার্ডে- আলমগীর হোসেন মোরগ প্রতিক, ছাবের আলী টিউবয়েল প্রতিক, শাহিনুর রহমান ফুটবল প্রতিক, সাগর মন্ডল তালা প্রতিক ।
৫নং ওয়ার্ডে- আক্কাছ আলী বৈদ্যুতিক পাখা প্রতিক, আঃ রহমান মোরগ প্রতিক, জিয়াউর রহমান ভ্যানগাড়ী প্রতিক, মুক্তার হোসেন তালা প্রতিক, মোজাফফর টিউবয়েল প্রতিক, মোতাহার হোসেন ফুটবল প্রতিক ও রনি আহম্মেদ ঘুড়ি প্রতিক ।
৬নং ওয়ার্ডে- মাহফুজুল আপেল প্রতিক, আনসার আলী মোরগ প্রতিক, আঃ রাজ্জাক টিউবয়েল প্রতিক, রবিউল ইসলাম বৈদ্যুতিক পাখা, প্রতিক শহিদুল ইসলাম তালা প্রতিক ও সোহেল রানা ফুটবল প্রতিক ।
৭নং ওয়ার্ডে- আলমগীর হোসেন টিউবয়েল প্রতিক, আশরাফুল ইসলাম আপেল প্রতিক, ইসরাফিল হোসেন (সাদু) প্রতিক, ওমর ফারুক মোরগ প্রতিক, তরিকুল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতিক, শিহাব শাহরিয়ার ফুটবল প্রতিক ।
৮নং ওয়ার্ডে- জিয়াউর রহমান মোরগ প্রতিক, মোস্তফা টিউবয়েল প্রতিক,নুহ আলী বৈদ্যুতিক পাখা প্রতিক, মুসলেম উদ্দিন মোল্লা লাটিম প্রতিক, রফিকুল ইসলাম (রাফাজ) তালা প্রতিক, রবিউল আলী ঘুড়ি প্রতিক, সহিদুল ফুটবল প্রতিক ও ৯নং ওয়ার্ডে- আবুজাফর ইবনে আলম প্রমিজ মোরগ প্রতিক, এসাদুল হক বৈদ্যুতিক পাখা প্রতিক, বোরজাহান আলী ফুটবল প্রতিক ।
উল্লেখ্য মোট ৮৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে ছিলেন এবং তারা সবাই বৈধ্য প্রার্থী ছিলেন। গত রোববার ২৫জুন চেয়ারম্যান পদে ৪ জন ও ইউপি সাধারণ সদস্য পদে ৪ মোট জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এদিকে নির্বাচন উপলক্ষে প্রার্থীরা প্রতিক পেয়ে দৌড় ঝাপ শুরু করেছেন ভোটার দের দুয়ারে। হাট-বাজার ও মহল্লায় মহল্লায় নিজেদের জানান দিয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিমিয় করে দোয়া সহ নিজ নিজ প্রতিকে ভোট প্রার্থনা করছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.