উজ্জ্বল কুমার দাস,কচুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ কচুয়ায় একই স্থানে পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ টি কুটারপালা পুড়ে ভস্মিভূত হয়েছে।এ ঘটনায় তাদের এক লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে।
২৭ জুন(মঙ্গলবার)রাত আনুমানিক ৩.৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামে আনুমানিক রাত ৩.৪৫ মিনিটের সময় বাড়ির লোকজন কুটারপালায় আগুন দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আশেপাশে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় আনুমানিক রাত ৪ টার দিকে কচুয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের রিপন কুমার ঘোষের নেতৃত্বে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় ২ ঘন্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় মোঃ রিয়াজ বেপারী(৩৪) পিং-মোশারেফ বেপারীর ২ টি কুটারপালা,মোঃ জাকির বেপারী(৪৫)পিং- মৃত আজহার বেপারির ২ টি কুটারপালা ও মোঃ মনির বেপারি (৫২)পিং- মৃত আজহার বেপারির ২ টি কুটারপালা আগুনে বশীভূত হয়ে যায়।এতে সবমিলিয়ে তাদের ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার)টাকর মতো ক্ষতি হয়েছে বলে তথ্য দিয়েছেন।এটি পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ভুক্ত ভোগী পরিবারের লোকজন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার কেউ কচুয়া থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেনি তবে অভিযোগ বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।