বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর জন্যই আমরা তথ্য অধিকার আইন পেয়েছি। যার কারনে দেশের প্রত্যেকটি নাগরিক তথ্য পাওয়ার অধিকার রাখে। দেশের বেসরকারী চ্যানেলগুলোতে যে কেউ উন্মুক্ত কথা বলতে পারে।
তিনি মঙ্গলবার (২৭ জুন) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার উপর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দ্বায়িত্ব দিয়েছেন তার সেই বিশ্বাস ও আস্থা আমি যেন অক্ষুন্ন রাখতে পারি। আমার দ্বায়িত্ব পালনকালে পঞ্চগড় জেলার মানসম্মান ক্ষুন্ন যেন না হয় সে বিষয়ে আমি সর্তক থাকবো।
তিনি বলেন, আমরা যে যেই রাজনীতি করিনা কেন মুক্তিযুদ্ধের চেতনার যে স্পন্দন রয়েছে তা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে আমাদের রুখে দিতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে পঞ্চগড়েও হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত মেধাবী। এসময় সকল ছাত্রলীগের নেতাকর্মীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবনসহ পঞ্চগড় প্রেস ক্লাবের সিনিয়র গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। পরে পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.