বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ বর্তমান সরকার ক্রমাগত বাংলাদেশের মানুষের সাথে প্রতারনা করে আসছে। এরা ১৯৬৯ সালের নির্বাচন থেকে ভোট চুরি করে আসছে। মুক্তিযুদ্ধের সময় আওয়ামীলীগ নেতা কর্মীরা পাকিস্তান সরকারে যাবে নাকি মুক্তিযুদ্ধে যাবে এই নিয়ে তাদের মাঝে দ্বিধা দন্দ্ব ছিলো। বঙ্গবন্ধু ৯ মাস পর পাকিস্তান থেকে ফিরে এলে সিরাজুল আলম খান দাদাভাই তাকে ১৫ দফা দাবি দিয়েছিলো। ইতিহাস বলছে । তিনি বঙ্গবনুধুকে বলেছিলেন পাকিস্তানের মতো দেশ চালানো যাবেনা। দেশটাকে আধুনিক আকারে গড়ে তুলতে হবে। তাই সব রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠন করার প্রস্তাব দিয়েছিলেন তিনি । কিন্তু বঙ্গবন্ধু তা মানেনি। তিনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন। সিরাজুল আলম খান বঙ্গবধুর সব কথায় হ্যা বলতে পারেনাই। আমরাও শেখ হাসিনার সব কথায় হ্যা বলতে পারিনা। তাই তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবেনা। হতে দেয়া হবেনা।
সিরাজুল আলম খান দাদা ভাই এর প্রয়াণে স্মরণ সভায় এসব কথা বলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক এমরান আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল মজিদ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক এ্যাড. এরসাদ হোসেন সরকার, সহ সভাপতি সামস কিবরিয়া, যুগ্ন সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক মোফিজার রহমান মঞ্জু প্রমুখ ।
এ সময় বাংলাদেশ জাসদের সকল উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক সহ ইউনিয়নের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.