মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
মঙ্গলবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের হাজীরহাট এলাকার আব্দুল হান্নান হাওলাদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কাপ ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে খেলার উদ্বোন কালে ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি- পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।
নূরুন্নবী চৌধুরী শাওন ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে নূরুন্নবী চৌধুরী শাওন একাডেমি ফুটবল একাদশ লালমোহন বনাম দ্বীপবন্ধু স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ তজুমদ্দিন। এতে ১-০ গোলে নূরুন্নবী চৌধুরী শাওন একাডেমি ফুটবল একাদশ লালমোহন জয় লাভ করে।
ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) শাখা আওয়ামী লীগের সভাপতি মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েতসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.