বিবার মানবতার দেয়াল,
গরিব-দুঃখী অসহায়দের প্রতি
মনির ভাইয়ের ব্যতিক্রমী খেয়াল।
এ সংগঠনের সাথে আছেন
সমমনা স্বেচ্ছাসেবীর দল,
কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা
বিশাল বন্ধুদের এক মহল।
করোনা মহামারী শুরু থেকে
এ সংগঠনটির অভিষেক,
জেলা প্রশাসন, শিক্ষক,সাংবাদিক
সকল স্তরের জনগণ
সংগঠনটি অভিভাবক।
ভোলা সদর রোডে মাক্স,সাবান,
হ্যান্ড গ্লোভ, খাবার বিতরণ
আমাদের দেশে সর্বপ্রথম
হাত ধোয়া কর্মসূচি দিয়ে শুরু,
মনির ভাই সর্ব স্বর্বা
সকল কাজের গুরু।
করোনাকালীন সময়ে সংক্রমণের
ভয়ে ভীতু যখন সকল লোকজন,
সংগঠনের স্বেচ্ছাসেবকদের নিয়ে
করোনা সংক্রমিত বহু লাশ
করেছেন দাফন।
দেশে যখন নিত্য পণ্যর
মূল্য হলো উর্ধ্বগতি,
তখন সংগঠনটির মনে জাগল
নতুন সুমতি।
মানবতার দেয়াল নামের
চলছে মানবতার ফেরি,
হতদরিদ্ররা কেমন আছেন
স্বেচ্ছাসেবক দল খোঁজ নিচ্ছেন
যেয়ে বাড়ি বাড়ি।
ঈদের সময়ে হাসি ফোঁটাতে
হতদরিদ্রের মুখে,
বিবার মানবতার দেয়াল আছে
থাকবে হতদরিদ্রদের সুখে-দুখে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.