মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আজমেহেরপুর অনলাইন ভিত্তিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন,, আমি নই আমরাই সেবা সংঘ,, কে সম্মাননা স্মারক প্রদান করেছে।
বাঘারপাড়া উপজেলার সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন 'বাঘারপাড়া ব্লাড ব্যাংক'।রবিবার (২ জুলাই ) সকালে উপজেলা পরিষদের হলরুমে সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 'সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান' এর জন্য এ সম্মাননা প্রদান করা হয়।
আমি নই আমরাই সেবা সংঘ'র পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুফল বিশ্বাস।অনুষ্ঠানে আমি নই আমরাই সেবা সংঘ'র পাশাপাশি ১ জন সর্বোচ্চ রক্ত দাতা, ১২ জন সর্বোচ্চ রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবক, ‘বাঘারপাড়া ব্লাড ব্যাংক’র ৭ সেরা সংগঠক, অনলাইন ভোটে বিজয়ী ৩টি সংগঠন।
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ২২টি সংগঠনকে ও বাঘারপাড়ায় ব্ল্যাড ব্যাংকের প্রতিষ্ঠাতাকে এদিন সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। দিনের দ্বিতীয় পর্বে অতিথিদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.