স্টাফ রিপোর্টারঃ বিমূর্ত ব্যান্ড বছরের মাঝা মাঝি এসে ঈদুল আযহার চাঁদ রাতে রিলিজ দেয় “কেউ নেই” গান টি। বিমূর্ত ব্যান্ড গঠন হয় ২০২৩ সালের ২৭ জানুয়ারী জামাল পুরে একটি শো এর মধ্য দিয়ে । বিমূর্ত ব্যান্ড সাধারণত অলটারনেটিভ -মেলো রক গান করে থাকে, ভোকালিস্ট নুর রহমান প্রান্ত বলেন বিমূর্ত ব্যান্ড গঠন করার পরেই জামালপুর জেলার মেলান্দহ তে আমরা পরপর দুইটি শো করি।
এরপর আমরা আমাদের প্রথম গান “কেউ নেই” রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নেই। কেউ নেই গানটি লিখেছেন কুশ সাহা সেই হিসেবে আমরা কাজ শুরু কর।, ২০২৩ সালেই আরো কিছু সিংগেল রিলিজ দিবো সেইসাথে একটা অ্যালবাম এর কাজ শুরু করবো। ঐ অ্যালবামটিতে ৭ থেকে ৮ টি গান রাখার চেষ্টা করা আমরা। বিমূর্ত ব্যান্ডে ভোকাল হিসেবে আছেন নুর রহমান প্রান্ত, গিটারিস্ট হিসেবে আছেন নূরে নাযিল এবং সনজিত সুব্রত, ড্রামার হিসেবে আছেন দানিউল ইসলাম রিশাদ এবং ব্যান্ডের ম্যানেজার হিসেবে আছেন যাওয়াদ মাহমুদ।