আনোয়ার হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে আরএসসিডি ৪র্থ গণিত উৎসব ও টেলেন্ট রিসিপসন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে আলেকজান্ডার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে রামগতি ষ্টুডেন্ট কমিউনিটি ঢাকার আয়োজনে বিশাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সকাল থেকে কয়েকটি সেশনে এ বিশাল অনুষ্ঠানটি শুরু হয়। প্রথমে উপজেলার সকল ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর হাজারো শিক্ষার্থী গণিত উৎসবে অংশ নেয়। এরপর দেশের স্বনামধণ্য মেডিকেল কলেজ, বুয়েট, সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া উপজেলার ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মাারক দেয়া হয়। পরে গণিত পরীক্ষায় ৩টি গ্রুপে বিজয়ী ৯ জনকে পুরস্কার প্রদান করা হয় এবং লক্ষ্মীপুর জেলা গণিত উৎসবে অংশ নেয়ার জন্য শতাধিক শিক্ষার্থী নির্বাচিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জমির উদ্দিন মিলন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইমরুল হাসান, আছিয়া বালিকা বি: প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, আরএসসিডির সভাপতি এডিএম সাজ্জাদ হোসাইন, লক্ষ্মীপুর ম্যাথ ক্লাবের সভাপতি প্রকৌ: ইকবাল মাহমুদ, পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, আরএসসিডি সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন, আ’লীগ নেতা আরজু চৌধুরী, আফতাব মোবারক প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএসসিডি সাংগঠনিক সম্পাদক হান্নান শাহ।
আরএসসিডির পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, রাজধানী ঢাকায় রামগতির শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা আরএসসিডি নামের সংগঠনের ১০ বছরে পদার্পণে তাদের অর্জন রয়েছে স্বেচ্ছায় রক্ত দান, বৃক্ষরোপন, দেশের বিভিন্ন যায়গায় সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা প্রদান, ভর্তি সহযোগীতা, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সহ নানাবিধ সামাজিক কাজ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.