মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ ‘প্লাস্টিক বর্জন করি, পৃথিবীকে সুস্থ রাখি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস। এ উপলক্ষে সোমবার (৩ জুলাই) শ্যামনগর উপজেলার কাশিমাড়ী বাজারে বেসরকারি সংস্থা বারসিকের সহযোগিতায় প্লাস্টিক ব্যাগ ধর্মঘট কর্মসূচি পালন করেছে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক।
ধর্মঘট থেকে প্লাস্টিক ব্যাগ বর্জনের আহবান জানিয়ে বক্তারা বলেন, এই মুহূর্তে পৃথিবীর দূষণের অন্যতম কারণ প্লাস্টিকের বহুল ব্যবহার। প্লাস্টিক বর্জ্য মাটি, জলাশয়, নদী ও সমুদ্রকে দূষিত করছে। যা মানব স্বাস্থ্য ও প্রাণ-প্রকৃতির জন্য হুমকি স্বরূপ। তাই প্লাস্টিক ব্যগ বা প্লাস্টিকের ব্যবহার কমানোর বিকল্প নেই।
প্রসঙ্গত, প্লাস্টিক দূষণের ভয়াবহতা কমাতে জাতিসংঘ ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা বেধে দিয়ে সদস্য দেশগুলোকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.