নিজস্ব প্রতিবেদকঃ কৃষক বাঁচাও-দেশ বাঁচাও শ্লোগানে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথিবৃন্দ ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করেন।
মঙ্গলবার (৪ জুলাই ) সকাল ১০ টায় বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার আয়োজনে কাশিয়াডাংগা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি ও হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মো: তাজবুল ইসলাম।
রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন কাশিয়াডাংগা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সারিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী, আবুল হোসেন, আব্দুল কুদ্দুস খান, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান বাচ্চু, আসাদুল হক দুখু, অর্থ সম্পাদক এনামুল হক মন্ডল, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোস্তফা, ভূমি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত কচি, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুফিয়া বেগম, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সদস্য বজলুল রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধক অধ্যক্ষ মো: তাজবুল ইসলাম বলেন, রাজশাহী জেলার প্রতিটি উপজেলায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কেন্দ্রীয় কমিটির কর্মসুচী বাস্তবায়নে আমরা রাজশাহী জেলা কৃষক লীগের উদ্যৌগে আজকে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করলাম। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রতি বছরের ন্যায় আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী উপজেলার প্রত্যান্ত অঞ্চল পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নে কাজ করবো।
তিনি অরোও বলেন, বাংলাদেশকে সবুজায়ন করতে আমরা চেষ্টা করবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করবো্। জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে আমরা পালন করবো। কৃষক লীগকে সংগঠিত করবো। যাতে করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা সরকার গঠন করতে পারি এবং বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি।
সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন বলেন, জননেত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশনা ও কেন্দ্রীয় কমিটির কর্মসূচী বাস্তবায়নের জন্য কাশিয়াডাংগা উচ্চ বিদ্যালয় থেকে ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপনের শুভ সুচনা হলো। মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ রয়েছে তার মধ্যে বৃক্ষরোপন ও সবুজ বনায়ন একটি উদ্যৌগ। সেই উদ্যোগকে বাস্তবায়নের জন্য আমরা কৃষক লীগ অতন্ত্র প্রহরী হিসেবে আছি। তার সাংগঠনিক কর্মসুচী রয়েছে বিশেষ করে বাংলাদেশকে সবুজ বনায়ন, জলবায়ু পরিবর্তন এবং অক্সিজেন ভান্ডার হিসেবে তিনি গোটা বিশ্বের কাছে যে সুনাম অর্জন করেছেন্। সে সুনামের ধারাবাহিকতায় সবুজ বনায়নের জন্য বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে। সে কর্মসূচীর ধারাবাহিকতা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলা কৃষক লীগ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ৩ মাসব্যাপী বৃক্ষরোপন পালন করবে।
তিনি অরোও বলেন, আমরা চাই আমাদের এই ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশের জন্য জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা বাস্তবায়নের জন্য আগামী যে জাতীয় নির্বাচন রয়েছে সে নির্বাচনে নেত্রীর সকল কর্মসুচী, সকল নির্দেশনা মেনে আমরা সকলে ঐক্যমত হয়েছি এবং সেটা ইনশআল্লাহ আগামীর সরকার, আওয়ামী লীগের সরকার, বার বার দরকার। এই শ্লোগান এবং উন্নয়নের সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। সেই বাস্তবায়নের জন্য বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা কাজ করছে।