প্রেস বিজ্ঞপ্তিঃ পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া কক্সবাজারের সাংবাদিক আমানউল্লাহ আনোয়ার এর পাশে দাঁড়িয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি শাখা। বুধবার (৫জুলাই) বিকাল ৪ টার সময় কক্সবাজার সদর হাসপাতালের ৫ম তলায় ৫০৩নং কেমিনে দেখতে যান জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি কামল হোসেন আজাদ, সহ সভাপতি শেফাইল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি) সহ সাধারণ সম্পাদক শায়েখ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিনার, অর্থ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, ঈদগাঁও প্রেসক্লাব এর সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি দপ্তর সম্পাদক ছৈয়দ আমিন,সাংস্কৃতিক সম্পাদক আজিজুর রহমান রাজু,সহ পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, ক্রিড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেন ইমন সহ সাংস্কৃতিক সম্পাদক ফাহিমসহ আরো প্রমূখ্য। জাতীয় সাংবাদিক সস্থা কমিটির প্রচার সম্পাদক আহত মোঃ আমানউল্লাহ আনোয়ারকে আর্থিক সহযোগিতা করেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।
উল্লেখ্য গত ২৫ জুন সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রামু উপজেলা খুনিয়া পালং ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা নামক স্থানে পৌঁছলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে মৃত ভেবে ফেলে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা
আশংকাজনক হওয়াই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার বাম পা অকেজো হয়ে যাওয়াই পা কেটে পেলেন চিকিৎসক।
বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসাধীন আছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.