কুড়িগ্রাম প্রতিনিধিঃ শহীদবাগ গণকবর "চেতনা" য় আজ ( বুধবার) বিকালে শ্রদ্ধা জানান একুশে পদকে ভূষিত এবং মুক্তযুদ্ধের গবেষক অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন। রংপুরের শহীদবাগ বধ্যভূমির 'চেতনা' স্মৃতি ফলক আগাছায় ভরেগেছে। নোংরা আবর্জনায় ভরা। অবহেলা আর অযত্নে পড়ে আছে। এ দুরাবস্থা দেখে সফর সঙ্গী নতুন প্রজন্মের দুই ভাতিজা মাহিন ও মুকতাদির কে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালান। স্যালুট জানান শহীদদের সম্মানে। নতুন প্রজন্মের প্রতিনিধিদের শহীদবাগের নামকরণ এখানে মহান স্বাধীনতা যুদ্ধের সময় গনহত্যার ইতিহাস আলোচনা করেন। এখানে ফলকে ৫৬ জন শহীদের নাম উল্লেখ আছে। তার মধ্যে কুড়িগ্রামের এক নারীর নাম রয়েছে। তিনি ভাইসহ পবিত্র হজ করে ফিরছিলেন পথে পাক সেনাদের হাতে ভাই বোনের জীবন দিতে হয়।
আজকের কর্মসূচির মধ্যদিয়ে আব্রাহাম লিংকন ঘোষণাদেন এখন থেকে মুক্তিযুদ্ধের সকল স্মৃতিফলক পরিস্কার পরিচ্ছন্নতায় সামাজিক আন্দোলন হিসাবে যাত্রা শুরু করা হলো। এটি নতুন প্রজন্মের প্রতিনিধিদের দিয়ে করা হবে। এতে তাদের ইতিহাস শিক্ষা দেশ প্রেম জাগ্রত এবং সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.