নিজস্ব প্রতিবেদকঃ প্রবাসী দের নিয়ে গান” প্রবাস জীবন” নিয়ে আসছেন এইচ আর রিয়াজ ও এবি সোহাগ। ইতি মধ্যেই রেকর্ডিং সম্পন্ন হয়েছে উত্তরার তরি স্টুডিও তে, গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানা যায়। গানটির চিত্রায়ন শেষ হয়েছে বলে জানান এইচ আর রিয়াজ।
পুর্বাচলে গ্রামীন পরিবেশে গানটির চিত্র ধারন করা হয়। গানটি “GashForing Entertainment” এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানান গান সংশ্লিষ্টরা।
প্রবাসী দের নিয়ে চমৎকার এই গানের ও সুর করেছেন এইচ আর রিয়াজ , গানটিতে আরো কন্ঠ দিয়েছেন আরেক তরুন ফোক গায়ক এবি সোহাগ। গানটির মিউজিক করেছেন মনির প্রধান।
গানটি সম্পর্কে এবি সোহাগ বলেন, গানের কথা গুলো প্রতিটি প্রবাসীর মনের কথা, এই গানের মাধ্যমে প্রবাসীদের মনের আবেগ কে তুলে ধরা হয়েছে। গানের কথা গুলো অসাধারন লিখেছেন এইচ আর রিয়াজ। মন ছুয়ে যাওয়ার মতো একটা গান হবে বলে আশাবাদী আমরা।
গানটি নিয়ে মিউজিক ডিরেক্টর মনির প্রধান জানান, অনেক গানের কাজ করছি আমি তবে এই প্রথম প্রবাসীদের নিয়ে গানের কাজ করলাম, আমি চেস্টা করেছি ভালো লাগার মতো একটা কাজ করার। এইচ আর রিয়াজ ও এ বি সোহাগ খুবই ভালো গেয়েছেন, আশা করছি ভালো লাগবে সবার।
গানটি নিয়ে এইচ আর রিয়াজ জানান, কয়েক বছর আগে আমি কয়েক মাসের জন্যে দেশের বাহিরে গিয়েছিলাম প্রায় ৭ মাস ছিলাম আমি, তখন খুব কাছ থেকে প্রবাসী দের মনের ভাব গুলো কে উপলব্ধি করেছি, এই উপলব্ধি থেকেই এই গানটি লেখা, এ বি সোহাগ আমার খবই ভালো বন্ধু, আমার এই লেখাতে ও অনেক সাহায্য করেছে আমাকে। আমি ও চেস্টা করেছি ভালো কিছু কথার গাথুনি দিয়ে প্রবাসী দের মনের ভাব গুলো কে তুলে ধরার। জানিনা কতো টা ভালো করতে পেরেছি। সেটা সবাই গানটি শুনে ও দেখে বিচার করবেন। গানটি আমার প্রযোজনা প্রতিষ্ঠান “GashForing Entertainment” এর অফিসিয়াল ইউটিউবে প্রকাশ করবো ইন শাহ আল্লাহ।
সর্বপরি বাংলা গান শুনুন বেশী বেশী সবাই, বাংলা গানের জয় হোক।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.