মোঃ সাজ উদ্দিন,সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং। গত ৬ জুলাই (বৃহস্পতিবার) কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়ার শিদলাই গ্রামের বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মোঃ জাহিদুল ইসলাম পরিবার সহ জাফলং জিরো পয়েন্ট বেড়াতে আসেন। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। পরিবার সহ জাফলং জিরো পয়েন্টে বেড়াতে এসে পানির তীব্র স্রোতে ছেলে ঈশান পানিতে ভেসে যায়। পিতা ছেলেকে ধরতে গিয়ে দুজনের পানিতে ডুবে যেতে থাকলে তৎক্ষণাৎ পাশে থাকা ইঞ্জিন নৌকা দিয়ে পিতা পুলিশ অফিসারকে উদ্ধার করতে পারলেও সন্তান ঈশান পানিতে ভেসে যায়।
৮ জুলাই (শনিবার) সকাল ৭ টায় স্থানীয়দের সহায়তায় জাফলং ট্যুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশ জাফলং জিরো পয়েন্টে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। গোয়াইনঘাট থানা পুলিশ সুরতাল রিপোর্টসহ আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টুরিস্ট পুলিশ জাফলং সাব-জোনের ইন্সপেক্টর রতন শেখ।
মোঃ আল-ওয়াজ আরশ ঈশান (১৫) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নবম শ্রেণির মেধাবী ছাত্র ছিলো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.