নাটোর প্রতিনিধি,মোঃবিপ্লব তালুকদারঃ নাটোরের নলডাঙ্গায় দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ রমজান আলী (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুস সাত্তারসহ তিনজন।
রোববার (০৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার সময় উপজেলার শেরকোল-নলডাঙ্গা সড়কের তার নিজ গ্রাম রায়সিংহপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রমজান আলী ওই গ্রামের বরকত উল্লাহ’র ছেলে। তিনি নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
আহতদের মধ্যে আব্দুস সাত্তার ওই গ্রামের বাসিন্দা এবং পিপরুল ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক। অপর মোটরসাইকেল দুই আরোহীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার বিকেলে বিএনপির দলীয় কর্মসূচি শেষ করে সন্ধ্যার সময় রমজান আলী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তার বাড়ির অদুরে শেরকোল-নলডাঙ্গা সড়কের ওপর বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সড়কের ওপর ছিটকে পড়ে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান রমজান আলী। এসময় তাকে বহনকারী মোটরসাইকেল চালক আব্দুস সাত্তার এবং অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক ভাবে পুলিশ পাঠানো হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.