জাকির হোসেন সুমন,ব্যাুরো চীফ ইউরোপঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বৃহত্তর কুমিল্লা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা , নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান । ভেনিসের সেন্ত্রো সোসালে অডিটোরিয়াম আয়োজন করা হয় এই বৃহৎ আয়োজন। ভেনিস ও আশেপাশের শহর হতে আগত প্রায় আড়াই হাজার প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয় মারঘেরা য় অনুষ্ঠান স্হল এলাকা। অনুষ্ঠান টি দুই ভাগে ভাগ করা হয়। প্রথম পর্বে সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভূইয়া র সভাপতিত্বে ও শরীফ মৃধা ও আব্দুল মান্নান এর সঞ্চালনায় পুরাতন কমিটি ভেঙ্গে ২ বছরের জন্য নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও ভেনিসের বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম আজাদ কে সভাপতি ও আজাদ খান কে সাধারণ সম্পাদক করে ২৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সাবেক কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরন করে নেন। সে সময় বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান পৃষ্ট পোষক রেহান উদ্দিন দুলাল , উপদেষ্টা নজরুল ইসলাম ভূইয়া , সভাপতি আবুল কালাম আজাদ , সাধারণ সম্পাদক আজাদ খান সহ সংগঠনের নেতৃবৃন্দ ও ভেনিসের রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ । অনুষ্ঠানে ২য় পর্বে ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান । আজাদ খান ও টিসা সুলতানার যৌথ পরিচালনায় সঙ্গীত পরিবেশন করে নাচে গানে মাতিয়ে তোলেন বাংলাদেশ হতে আগত জনপ্রিয় কন্ঠ শিল্পী আখিঁ আলামগীর , পুলক অধিকারী , প্রিয়াঙ্কা বিশ্বাস । এছারাও স্হানীয় সঙ্গীত ও নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেন । এছাড়া ও অডিটোরিয়ামের ভেতর ও বাইরে বিপুল সংখ্যক বাংলাদেশীদের উপস্থিতি হওয়ায় দেয়া হয় হস্ত ও কুটির শিল্পের সহ নানা পন্যসামগ্রি ও দেশীয় খাবারের স্টল। ২০১৭ সালের পর ভেনেতো বিভাগে বসবাসরত বাংলাদেশীদের বৃহৎ আয়োজনে বিনোদন দিতে বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান অনুষ্ঠানে যোগদিতে আশা প্রবাসী বাংলাদেশীরা । তার প্রত্যাশা করেন একটি এলাকার একাধিক সংগঠন না করে একটি সংগঠনর মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের পাশে থেকে বিনোদনের পাশাপাশি সামাজিক ও জনহিতকর কাজ করে ও প্রবাসী বাংলাদেশীদের আইনগত সমস্যা সমাধানে আঞ্চলিক সংগঠন গুলো কাজ করবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.